চন্দনাইশে মহান মে দিবস পালন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চন্দনাইশে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়।

১ মে সকালে চন্দনাইশ অটো রিক্সা চালক সমবায় সমিতি লিঃ’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা পুরাতন কলেজ গেইট চত্বরে সংগঠনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

সাইফুল ইসলাম শিপনের স ালনায় আলোচনায় অংশ নেন খানহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দীন, আরকান শ্রমিক নেতা মো. ইছহাক, মো. রোকন, কে.এম শাহেদ, মো. আব্দুল্লাহ, মো. ইউনুচ, মোস্তাফিজুর রহমান, দিদারুল ইসলাম, সেলিম উদ্দীন, আহমদ কবির, মো. আব্দুস ছমদ, মো. হারুন, মোসলেম উদ্দীন, আব্দুল গফুর প্রমুখ।

সভায় বক্তাগন বলেন মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্ত ঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন হচ্ছে মে দিবস। দীর্ঘ ব না আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিনে বুকের রক্ত ঝরিয়ে ছিল শ্রমিকেরা। শ্রমিকেরা সেদিন ৮ ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পা লে ধর্মঘটের ডাক দিয়ে ছিলেন। সে ডাকে শিকাগো শহরের ৩ লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ করে দেয়।

শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সেদিন ১ লক্ষ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সাথে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে সমবেত হন। সেদিন পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালালে ১০ জন প্রাণ হারায়। গড়ে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। শ্র

মিকদের তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন। সে সম্মেলন থেকে আন্তর্জাতিক ভাবে  ১ মে’কে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালনের সিদ্ধান গৃহিত হয়।

১৮৯০ সালে প্রথম মে দিবস পালনের মধ্য দিয়ে এ দিবসটি আন্তর্জাতিক ভাবে পালিত হয়ে আসছে। সে ধারাবাহিকতায় “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এ শ্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.