কর ফাঁকি দেয়া অর্থ-ই কালো টাকা

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা নিয়মিত কর ফাঁকি দেয়। আর সেই ফাঁকি দেয়া অর্থ কে তারা প্রতিষ্ঠানের লাভের অংশ মনে করেন। কিন্তু আমরা সেই অর্থ কে কালো টাকা মনে করি। যা প্রতিবার বাজেটে সাদা করার সুযোগ দেয়া হয়ে থাকে।

আজ মঙ্গলবার (৮ মে) ঢাকার কাওরান বাজারে দ্যা ইনোষ্টিয়োট অব চাটার্ড একাওন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর আয়োজনে ডিজিটাল আইডেন্টিফিকশন অব অডিট রিপোর্ট (ডিআইএ আর) প্রশিক্ষণ কর্মসূচিতে এনবিআর চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, সটিক ভাবে রাজস্ব আদায় করতে পারলে সরকারের অর্থনৈতিক খাত আরো মজবুত হবে । আর সেই টাকা দিয়ে সরকার জনগনের সহায়তা করতে পারবে। এতে করে দেশের দারিদ্রের হার কিছুটা লাগব করা যাবে।

তিনি আরও বলেন, আমাদের জন্য ডিজিটাল আইসিএবি সিস্টেম খুব জরুরি। বিশেষ করে রাজস্ব আদায়ে ক্ষেত্রে এই সিস্টেম গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে।

মি. দেওয়ান নরুল ইসলাম এফসিআই এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ হুমায়ন কবীর, মোস্তুফা কামাল সহ আরো অনেকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.