পটিয়ায় পিডিবির গ্রাহক সমিতির মানববন্ধন

0

পটিয়া সংবাদদাতা:: পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের পটিয়া পিডিবির গ্রাহক সমিতির এক মানববন্ধন কর্মসূচী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানার মোড়ে অনুষ্ঠিত হয়।

গ্রাহক সমিতির সভাপতি আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন গ্রাহক সমিতির সহ-সভাপতি ফরিদ আহমদ, গ্রাহক সমিতির সদস্য ইউনুছ মেম্বার, আবদুল মাবুদ, পটিয়া বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা ইউসুফ নবী টিপু, সদস্য আহাদুজ্জামান খোকন, হাইদগাঁও ইউপি সদস্য শহিদুল ইসলাম ঝুনু, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য নুরুল হক ও ইউপি সদস্য আবদুল গফুর, মহিলা ইউপি সদস্য তছলিমা আকতার, পটিয়া শাপলা কুঁড়ি আসরের সাধারণ সম্পাদক মোঃ আরফাত।

সভাপতি আইয়ুব বাবুল তার বক্তব্যে বলেন, পিডিবি পল্লী বিদ্যুতের ভৌগলিক সীমানা নির্ধারণ করার পরও ভৌগলিক সীমানায় বিদ্যুৎ বিতরণে ব্যর্থ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়া একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র।

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেকায়দায় ফেলার লক্ষ্যে নির্বাচনে জনগনকে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সিদ্ধান্ত গ্রহন করেছে। তা কোনদিনও বাস্তবায়ন হবে না। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.