রাউজানে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজানে ছাগলের জন্য পাতা আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে এক কৃষক। তার নাম বিটু দে (৪৮)।

তিনি  বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের ৭নং ওয়ার্ডের নবীন চৌকিদার বাড়ির সুনীল দে’র ছেলে। রবিবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া জানান, বিটু রবিবার দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বিলের মাঝখানে পালিত ছাগলে জন্য গাছের পাতা আনতে গেলে বজ্রবৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রায় এক-দেড়ঘন্টা জমি থেকে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে দেখতে পান বিলের মধ্যেই মাথা নিচু করে নিথর অবস্থায় পড়ে আছে বিটু।

এরপর তাকে নোয়াপাড়া পথের হাটস্থ পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা জানান, বিটু দুই মেয়ে, এক ছেলের জনক। তিনি পেশায় একজন কৃষক। চাষ করে সংসার চালান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.