মেহেরপুরে গণ হিস্টেরিয়ায় আক্রান্ত ৪ শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী

0

সিটিনিউজবিডি : গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষক ও অর্ধ শতাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গল এ ঘটনা ঘটে। এদের মধ্যে চার শিক্ষকসহ ১৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন-বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদ ইসলাম, তোফাজ্জেল হোসেন, সালাউদ্দীন আহম্মেদ ও সাঈদ হোসেন, দশম শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার, রিপা খাতুন, সুমিতা আকতার, ইয়ামন নেছা, ইভা খাতুন, সপ্তম শ্রেণির ছাত্রী শোভা আক্তার, ষষ্ঠ শ্রেণির সাকিনা আক্তার, অষ্টম শ্রেণির ছাত্র সুমন হোসেন ও ষষ্ঠ শ্রেণির ছাত্র তানভীর আহম্মেদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, অ্যাসেম্বেলি শেষে অষ্টম শ্রেণির ছাত্র সুমন হোসেন বমি করতে করতে অচেতন হয়ে পড়ে। তাকে দেখে সপ্তম শ্রেণির ছাত্র তানভীর আহম্মেদও জ্ঞান হারায়। এরপর একে একে অর্ধ শতাধিক ছাত্রছাত্রী ও চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি ঘোষণা করেছি।

তিনি আরো বলেন, এদের মধ্যে গুরুতর অবস্থায় চার শিক্ষকসহ ১৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি।
অসুস্থ তানভীর জানান, অ্যাসেম্বেলি শেষে হঠাৎ আমার মাথা ঝিম ঝিম শুরু হয়। তারপর শুরু হয় বমি। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি।
অষ্টম শ্রেণির ছাত্র তুহিন জানায়, আমি স্কুল গেটে দাঁড়িয়ে ছিলাম। এর মধ্যে হঠাৎ এক ছাত্র মাঠের মধ্যে পড়ে যায়। এরপর একে একে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীরা জ্ঞান হারাতে থাকে। এসময় আতঙ্কে ছাত্রছাত্রীরা দিক-বিদিক দৌড়ে পালাতে থাকে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা জানান, সবাই মাস হিস্টোরিয়া নামে এক ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়েছে। এতে চিন্তার কিছু নেই। কিছুক্ষণ বিশ্রাম ও চিকিৎসা নিলেই সুস্থ হয়ে উঠবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.