নতুন যুগের সূচনা করা নতুন প্রজন্মের চিকিৎসকদের দায়িত্ব

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুঃখজনক হলেও সত্যি চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্নি চিকিৎসকদের রোগী সেবা, রোগীর আত্মীয়-স্বজনদের সাথে ব্যবহার নিয়ে নানা অভিযোগ আলোচিত। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নানা সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে। তবে মনে রাখা উচিত,একজন রোগীর কাছে চিকিৎসকরাই একমাত্র ভরসা।

অনেক ক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনদের অযাচিত আচরণে বিব্রত হন চিকিৎসকরা। এতে করে রোগী এবং চিকিৎসকদের মধ্যে বিভিন্ন সময় বাকবিতন্ডা বা হয়রানিমূলক পরিস্থিতি সৃষ্টি হয়। তবে আমাদের চিকিৎসকদেরকে রোগী বা স্বজনদের মানসিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের সেবা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

চিকিৎসকদেরকে উদার ও নৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যেতে হবে। তিনি ইন্টার্নি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন,আমি জেনেছি আপনারা এই প্রতিষ্ঠানের বেস্ট ব্যাচ অর্জনের স্বীকৃতি পেয়েছেন।

আপনাদেরকে সেবা, মানসিকতা, উদারতা, ধৈর্য্য সব মাপকাঠিতেই বেস্ট হতে হবে। পুরোনো সব অচলায়তন আর আলোচনা পিছনে ফেলে নতুন দিনের সূচনার ভার আজ থেকে আপনাদেরই হাতে। আপনাদের হাতেই অর্পিত হয়েছে এই গুরুত্বদায়িত্ব।

বৃহস্পতিবার (২৪ মে)সকালে কনফারেন্স হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত ৫৫তম ব্যাচ ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সিটি মেয়র চমেক হাসপাতাল পরিচালনা পর্ষদ সভাপতি আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

অনুষ্ঠানে চিকিৎসকদেরকে শপথ বাক্য পাঠ করান চমেক হাসপাতাল পরিচালক ব্রি.জেনারেল জালাল উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে চমেক অধ্যক্ষ ডা.সেলিম মো.জাহাঙ্গীর, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা.অশোক কুমার দত্ত, বিএম এ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, ডা.নূর হোসেন ভূঁইয়া শাহীন বক্তব্য রাখেন। সঞ্ছালনা করেন ডা. আবুল হোসেন ভূঁইয়া শাহীন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.