চসিক’র ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চসিক'র ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

অভিযানকালে পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে অপরিচ্ছন্ন কর্মীদের দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আলিফ হোটেলকে ৪০ হাজার টাকা, অলংকার শপিং সেন্টারে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা করার দায়ে জিপ জোনকে ৫ হাজার টাকা, পপুলার টেইলার্সকে ৫ হাজার টাকা, রাজপুরী কালেকশনকে ৫ হাজার টাকা, মদিনা কালেকশনকে ২ হাজার টাকা একই অভিযানে আবদুল আলী হাট মার্কেটের কাঁচা বাজার মনিটরিং কালে বিভিন্ন দোকানে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শিত স্থানে টাঙানোর নির্দেশনা প্রদান ও পাটের মোড়ক ব্যবহার না করার দায়ে নাছির ষ্টোরকে ৫ হাজার টাকা, ইদ্রিছ ষ্টোরকে ৫ হাজার টাকা, সন্ধীপ ষ্টোরকে ৫ হাজার টাকা, বাহার ষ্টোরকে ৫ হাজার টাকা ও মরিয়ম ষ্টোরকে ২ হাজার টাকা, সহ সর্বমোট ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে  সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-৬ এর কর কর্মকর্তা, উপ কর কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.