কোতোয়ালীতে চোরাই মালসহ ৩ নারী গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: কোতোয়ালী থানা পুলিশ আজ শুক্রবার (২৫ মে) চোরাই মালামালসহ ৩ জন নারীকে গ্রেফতার করেছে।

এসআই/কে এম তারিকুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে কোতোয়ালী থানাধীন ষ্টেশন রোডস্থ নুপুর গলির মুখে রাস্তার উপর নিম্নবর্ণিত ১০০টি বিভিন্ন রংয়ের গেঞ্জি সহ ৩ নারীকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীরা কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন রকম চুরিজনিত কর্মকান্ড করে থাকে।

উদ্ধারকৃত আলামত-

ক) ০১টি প্লাস্টিকের তৈরী বস্তার ভিতর রক্ষিত ৫০ পিস বিভিন্ন রংয়ের গোল কলার গেঞ্জি।

খ) ০১টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত ২০ পিস বিভিন্ন রংয়ের কলার গেঞ্জি।

গ) ০১টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত ২০ পিস বিভিন্ন রংয়ের গেঞ্জিসহ সর্বমোট ১০০ টি বিভিন্ন রংয়ের গেঞ্জি।

 

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা-

১. রোজিনা আক্তার (২৮),স্বামী- বাহার, পিতা-আব্দুল মোতালেব মাতা- সাহারা বেগম সাং- নতুন বাহারছড়া গাড়ীর মাঠ সেরাজ কলোনী ০৪নং গলি,  থানা- কক্সবাজার সদর জেলা-কক্সবাজার বর্তমানে-বেবীর কলোনী মোজাফফর রোড, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।

২. জেসমিন আক্তার (৩০), স্বামী-মোঃ রাশেদ, পিতা-জহির আহাম্মদ, মাতা-নুর খাতুন সাং- পশ্চিম কানাই মাদারী বড় বাড়ী, থানা-চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-হারুন সাহেবের কলোনী, ০৭নং বাসা কালামিয়া বাজার, লিজা কমিউনিটি সেন্টারের পিছনে, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম।

৩. হাসিনা বেগম (৩৫), পিতা-মৃত গুরামিয়া, মাতা-মৃত আম্বিয়া খাতুন, স্বামী-মোঃ ইসমাইল সাং- চর খাগরিয়া, রসুলপুর আমিন মেম্বারের বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হারুন সাহেবের কলোনী, ০৬নং বাসা কালামিয়া বাজার, লিজা কমিউনিটি সেন্টারের পিছনে, থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.