মাইজ্জ্যা কেঁনে চলর?

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ : ’পিয়াজের দাম বাইজ্জে, মাছ-মাংসের দামও বাইজ্জে। কড়ে যাইতাম। এভাবে গ্রামগঞ্জের মানুষ হতাশা ব্যক্ত করছে। ধানের বাম্পার ফলন হয়েছে। তবে দাম নেই। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মুল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। পবিত্র রমজানে রোজাদারদের দুর্ভোগ-দুর্গতি বেড়েছে। ফটিকছড়ির জনপদে হতদরিদ্র মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে। তখন একজন অন্যজনের সঙ্গে দেখা হলে প্রথমেই সালামের জবাবে বলছে,’ মাইজ্জ্যা কেঁনে চলর? উত্তরে মাইজ্জ্যা বলছেন,’জিন্দা লাশ হয়ে আছি!

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.