নগরীতে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার ব্রীজের পাশে কাদেরের খাবার হোটেলের সামনে রাস্তার উপর হতে ০১টি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০১ কিরিচ, ০১টি ছোরা, ০১টি ছুরি সহ ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হল-

১) ইফতেখার হোসেন রিমন@আইমান(২১) পিতা-মৃত আবুল কাশেম, সাং-দেওয়ান বাজার, বজল সওদাগরের বাড়ী, থানা-চকবাজার, জেলা-সিএমপি, চট্টগ্রাম,

২) আব্দুল হামিদ(২১), পিতা-আব্দুল মালেক, সাং-দেওয়ানবাজার, সাত্তার কলোনী, থানা-চকবাজার, জেলা-সিএমপি, চট্টগ্রাম,

৩) মোঃ তাসপি(২১), পিতা-মোঃ আবুল কালাম, সাং-মৌসুমী আবাসিক, গাজী ভবন, ৩য় তলা, থানা-চকবাজার, জেলা-সিএমপি, চট্টগ্রাম,

৪) মোঃ মামুন(১৮) পিতা-মোঃ হানিফ, সাং-কুড়াখাল(মোল্লাবাড়ী,রোয়াচালা), থানা-বাংগড়া বাজার, জেলা-কুমিল্লা, এ/পি- ডিসি রোড, শিশু কবরস্থান,লাল মিয়ার বাপের বাড়ী, থানা-চকবাজার, জেলা-সিএমপি চট্টগ্রাম।

২৮ মে ২০১৮ খ্রিঃ তারিখ দিবাগত রাত ০১.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আবু বকর সিদ্দিক এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন ও পুলিশ পরিদর্শক জনাব মোঃ মাহবুবুল আলম এর নেতৃত্বে এসআই/মোঃ ইছমাইল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার ব্রীজের পাশে কাদেরের খাবার হোটেলের সামনে রাস্তার উপর হতে ০১টি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০১ কিরিচ, ০১টি ছোরা, ০১টি ছুরি সহ ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা মহানগর এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা ও শলাপরামর্শ করছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.