ঠাং-এর খেলা, চড়লো মাথায়,কাউরে হাসায়;কাউরে কাঁদায়

0

ঠাং-এর খেলা, চড়লো মাথায়,কাউরে হাসায়;কাউরে কাঁদায়

/ শ্রী কমলেশ ধর /

ঠ্যাংয়ের ফুটবল ঢুকছে যেন
লোকের মাথাতে,
কেহ “নেইমার” কেহ “মেসি”
বাহাস ছাড়ে একসাথে।
ভাইয়ে-বোনে তর্কা-ঝাটি
কেহ করে ফুটপাতে।।২
ভাবছি এখন কেমনে পারি
প্রশ্ন এড়াতে রে~দাদা
প্রশ্ন এড়াতে।

……………………………….

কেউবা দেখি সুবিধাবাদ
সকাল আর দুপুর,
ঢাইক্যা-পাইশ্যা বয়ান ছাড়ে
চীৎ-কাইত্যা-উপুড়
রে দাদা, চীৎ-কাইত্যা-উপুড়।
ভাইপো-নাতি জিজ্ঞেস করে
আমি আছি কা’র সাথে।।২
ভাবছি এখন কেমনে পারি
প্রশ্ন এড়াতে।

………………………………………

কেহ আবার জার্মানী ভাব
করে আমদানি,
ইয়া বড় পতাকা লই
দেখায় খানদানি।
ফেইছ বুকের ওয়ালেতে
দ্যাখো -সংবাদ~পত্রেতে।।৩
ভাবছি এখন কোন দিকে যাই
থাকবো এবার কা’র সাথে।

…………………………………………….

জুয়াড়ীদের মাথায় উঠে
খেলোয়াড়দের ঠ্যাং,
পাজি লোকে বাজী ধরে
হইবে নানান গ্যাং।
রে~দাদা
হইবে দল~আর~গ্যাং।
হাজারী লেন বক্সির হাটে
মরবে এসব চর্চাতে।।৪
ভাবছি এখন কেমনে পারি
প্রশ্ন এড়াতে রে~দাদা
প্রশ্ন এড়াতে।

……………………………………………….

ঠাং এর খেলা, চড়লে মাথায়।
কাউরে কাঁদায়, কাউরে হাসায়।।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.