বড় অভিযানে ভুল হতেই পারেঃ দোলন চাঁপা উদ্বোধনে কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতো বড় অভিযানে ২/১টা ভুল হতেই পারে। টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে।
আজ শনিবার (২ জুন) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআরটিসির ৩৬ আসন বিশিষ্ট নারীদের জন্য এসি বাস সার্ভিস দোলনচাঁপা উদ্বোধনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নারীদের জন্য রাজধানীতে চালু করা হলো এনিয়ে প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। আগামী দুই মাসের মধ্যে আরও ৮টি বাস চালু করা হবে।
দোলনচাঁপা বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়কসব ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেড কোম্পানী থেকে বাসগুলো আমদানী করা হয়েছে। বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.