টেরিবাজারে ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন

0

সিটি নিউজ, চট্টগ্রামঃ চট্টগ্রামের কাপড় সামগ্রীর অন্যতম পাইকারী ও খুচরা বাজার টেরিবাজারে এই রমজান মাসে ব্যবসার মৌসুমে টাস্কফোর্সের অভিযান এবং ফাঁকা গুলির প্রতিবাদে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই দোকান বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন তারা।

আজ শনিবার (২ জুন) সকাল ১১টা থেকে এ ধর্মঘট ও মানববন্ধন শুরু হয়। এতে টেরিবাজারের সহস্রাধিক ব্যবসায়ী কর্মচারী অংশ নেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসেন জানান, ব্যবসায়ীরা সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত   দোকান বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন কর্মসুচী পালন করেন।

মানববন্ধনে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক আহমদ হোসেনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত আছেন। নেতৃবৃন্দরা বলেন, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ না হলে আরো বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে।

এর আগে ৩১ মে দুপুরে টেরিবাজারে অভিযান চালায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স। এসময় তাদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের লক্ষ করে ফাঁকা গুলিও ছোড়েন কোস্ট গার্ডের নেতৃত্বে অভিযান পরিচালনা করা টাস্কফোর্সের সদস্যরা। টাস্কফোর্সের সদস্যরা বলেছেন তাদের উপর হামলা করা হলে তারা ফাঁকা গুলি করেছেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.