টেরীবাজারের ব্যবসায়ীরা জব্ধ মালামাল ফেরৎ চান

0

চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে যৌথ বাহিনী কর্তৃক মালামাল জব্ধ, ব্যবসায়ীদের উপর গুলিবর্ষনের প্রতিবাদে ঘর্মঘটী ব্যবসায়ীরা জানিয়েছেন, জব্ধকৃত মালামাল ব্যবসায়ীরা ফেরৎ চান।

ব্যবসায়ীরা জানান, কোন সিজার লিষ্ট ছাড়াই (স্টার প্লাস ও মনে রেখ ) নামে দুটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান মালামাল নিয়ে গেছে যৌথ বাহিনী। এসব মালামাল ফেরৎ চান ব্যবসায়ীরা। টেরিবাজারের ব্যবসায়ীগন আরো জানান, সরকারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করছি। যে কাপড়গুলো যৌথ বাহিনী নিয়ে গেছে সেগুলো বাংলাদেশী প্রোডাক্ট।

যৌথবাহিনী জব্ধ কাপড়কে চোরাই বললে অভিযোগকারী কে? এছাড়া কাপড়গুলো হ্যালিকপ্টারে করে টেরিবাজারে আসেনি। নিশ্চয় সীমান্ত দিয়ে এসেছে। তাহলে সীমান্ত দিয়ে এসব মালামাল কিভাবে আসল? তাহলে বিজিবি কোথায় ছিল?

অভিযানের সময় অনেক বুঝানোর পরও কথা শুনেননি লেপটেন্যান্ট কমান্ডার আসিকুর রহমান। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও প্রায় অর্ধ কোটি টাকার কাপড় সিজার লিষ্ট ছাড়া জব্ধ করে নিয়ে যায় যৌথবাহিনী। ব্যবসায়ীরা জানান, জব্ধকৃত মালামাল তারা ফেরৎ চান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.