জনপ্রিয়তা পেয়েছে রেডিসনের কর্পোরেট ইফতার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: সাড়া ফেলেছে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র কর্পোরেট ইফতার অফার। জনপ্রতি মাত্র ৬৬৬++ টাকায় ইফতারের অবিশ্বাস্য এ অফার নিতে প্রতিদিনই রেডিসনে ভিড় করছেন বিভিন্ন সংগঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

অফারের আওতায় ইতোমধ্যে রেডিসনের সেবা নিয়েছেন পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমই, ডেনিম এক্সপার্ট, পেট্রো মেক্স, হাইডেল বার্গ সিমেন্ট, এমএম আগা, বিজিএমইএ, ইসলামী ব্যাংক, রবি, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক, সিটি ব্যাংক এনএ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন এবং আগামিতে এই অফারের আওতায় আরও যুক্ত হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান যেমন চট্টগ্রাম পোর্ট, এমজিএিস গ্রুপ, বাংলালিংক, বসুন্ধরা গ্রুপ।

রমজানের শুরুতেই জনপ্রতি মাত্র ৬৬৬++ টাকায় বাহারি কর্পোরেট ইফতারের অফার ঘোষণা করে রেডিসন কর্তৃপক্ষ। অফারের আওতায় রমজান মাসজুড়ে রেডিসনে মিলছে নানা স্বাদের মুখরোচক খাবার নিয়ে ৭টি ভিন্ন ভিন্ন মেন্যুর ইফতার।

জনপ্রতি মাত্র ৬৬৬++ টাকা থেকে শুরু হওয়া এসব খাবার মেন্যু দিয়ে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১ হাজার অতিথির ইফতারের আয়োজন করা যাবে।

রেডিসনের অত্যাধুনিক পিলারলেস মেজবান হল, মোহনা বলরুম, মেঘনা আর নীলগিরিতে এ আয়োজন করলে কোনো ধরনের হল চার্জ ছাড়াই ফ্রিতে ডেকোরেশন এবং সেট-আপ সুবিধা পাবেন আয়োজকরা।

এছাড়াও মাত্র ৫০ জন নিয়ে রেডিসনের ব্যাংকুয়েট হলে ইফতারের আয়োজন করতে পারবেন যে কেউই।

রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ড’স জানান, রমজান উপলক্ষে বিশ্বের মুশলিম প্রধান দেশগুলোতে গ্রাহক সেবার নানা আয়োজন থাকে। আত্নসংযমের মাস রমজানকে গুরুত্ব দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্য না দেখে শুধু নামমাত্র মূল্যে রেডিসন কর্তৃপক্ষও ইফতারের বিশেষ এ অফার ঘোষণা করেছে। পাঁচ তারকা হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে চট্টগ্রামবাসীকে আরও বেশি করে পরিচয় করিয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।

তিনি বলেন, রেডিসনে যেমন সর্বনিম্ন মূল্যে পাঁচতারকা হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ আছে, তেমনি পুরুষ ও নারীদের জন্য আলাদা ইবাদতের স্থান, কোলাহলমুক্ত পরিবেশ আছে। পবিত্র রমজানে স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগি করে স্রষ্টার নৈকট্য লাভের প্রচেষ্টা চালাতে রেডিসনের এ আয়োজন ধর্মপ্রাণ নগরবাসীকে সহায়তা করবে।

অফারের আরও বিস্তারিত তথ্য জানা যাবে ০১৭৭৭৭০১১২৩ নাম্বারে কল করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.