প্যারিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের প্রাণহানি

0

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে বুধবার এক অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে ফরাসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

বুধবার সকালে প্যারিসের ১৮তম ডিস্ট্রিকের এক আবাসিক ভবনে হঠাৎ করেই আগুন ধরে যায়। পরে ভবনের অন্যান্য অ্যাপার্টমেন্টেও ছড়িয়ে পড়ে আগুন। বিখ্যাত মন্তমার্টে পাহাড়ের পাদদেশে অবস্থিত ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। শতাধিক কর্মীর অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসা। তারা ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় দুই শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে আটজন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এখনো এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ সম্পর্কে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেন্যুভে বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে অত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এর কারণ খুঁজে বের করতে তারা ইতিমধ্যে একটি তদন্ত দল গঠন করেছেন। তবে অপরাধ বিশেষজ্ঞদের ধারণা, ভবনটিতে ইচ্ছৃকৃতভাবে আগুন লাগানো হয়েছে।

বুধবারের ওই আগুনের সূত্রপাত ভবনটির নিচতলার এক অ্যাপার্টমেন্ট থেকে। পরে তা দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন বাসিন্দাকে জানালা গলিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। এ অগ্নিকাণ্ডে ওই এলাকার প্রায় ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র আনা হিদালগো। তিনি আরো বলেছেন, গত এক দশকের মধ্যে প্যারিসে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.