চট্টগ্রামে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ ::  আজ বৃহস্পতিবার (৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ভোর ০৪:১৫ ঘটিকার সময় বিআরটিসি এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড টাইগারপাসস্থ পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনীর সামনে রাস্তার উপরে ১০/১২ জন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগন পালায়নের জন্য চেষ্টা কালে  ধৃত আসামী ০১) মোহাম্মদ শহিদুল ইসলাম প্রঃ জিসান (২৩), পিতা-মোহাম্মদ সিরাজ, মাতা- সাহিদা বেগম স্ত্রী- মারুফা বেগম, গ্রাম-কৃ পুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমান-আগ্রাবাদ বহুতলা কলোনী, জুনায়েদের বাড়ী, থানা- ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ০২) মোহাম্মদ খোকন (২২), পিতা-নুর মোহাম্মদ, মাতা- হাসিনা বেগম, গ্রাম-সোনাপুর থানা- ছাগলনাইয়া জেলা-ফেণী, বর্তমানে-পুরাতন রেলওয়ে ষ্টেশনে ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ০৩) রবিউল হোসেন প্রঃ মামুন,(২২), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-ফাতেমা বেগম, সাং-উত্তর দিগলদিঘী, পোঃ ভোলা, থানা-ভোলা সদর,  জেলা-ভোলা, বর্তমানে-সুপারিওয়ালা পাড়া, দেওয়ানহাট, বাবুল মিয়ার কলোনী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ০৪) মোহাম¥দ লায়েক হোসেন প্রকাশ হৃদয় (২০), পিতা-মাসুক মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং-বারজা মহল, পো-পেপারমিল বাজার, থানা- চাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমান-ঝাউতলা, ঝাউতলা বাসা, বিহারী কলোনী, থানা-খুলশী জেলা-চট্টগ্রাম, ০৫) মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৪), পিতা-মৃত মোহাম্মদ শফিউল আলম, মাতা-বিলকিছ বেগম, সাং-আসলামপুর, পো-ভুইঞার হাট, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমান-পশ্চিম মাদারবাড়ি, ০২নং গলি, হানিফের ভাড়াটিয়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম, ০৬) মোহাম্মদ জুনায়েদ (২০), পিতা-মোঃ ধনু মিয়া মাতা-জামিলা বেগম, সাং-আদমপুর, (আজমপুর পার্শ্বে) সামশু চেয়ারম্যানের এলাকা, পো-পত্তন, আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-বি-বাড়ীয়া, বর্তমান-পলোগ্রাউন্ড এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম এবং উপরোক্ত আসামীদের হেফাজত হইতে ক) ০১ (এক) টি দেশীয় তৈরি বন্দুক, খ) ০২(দুই) টি কার্তুজ, গ) ০২(দুই) টি ছোরাসহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সঙ্গবদ্ধ ডাকাত দল। উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। পালাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখিত ঘটনার বিষয়ে কোতোয়ালী থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.