৬ দফা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম উদ্দিন বলেছেন, ঐতিহাসিক ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ৬৬ সালের ৭ জুন প্রথম স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তিনি জানতেন বৈষম্য ও জাতিগত নিপীড়ন বন্ধ এবং বাঙালির শোষণ মুক্তির জন্য আমাদেরকে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে। এই লড়াইয়ের মুক্তির সনদ ৬দফা। তাই ৬ দফা বাঙালি জাতিকে স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির ঠিকানার সন্ধান।

তিনি আজ বিকেলে ঐতিহাসিক ৭ জুন ৬ দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যখন ৬-দফা ঘোষণা করেন তখন দলের অনেক শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন না। কোন কোন প্রগতিশীল ব্যক্তি ও সংগঠন ৬-দফায় সি-আ-ইয়ের গন্ধ খুঁজে পান। তখন বঙ্গবন্ধুর অন্যতম ভরসা ছিলেন চট্টগ্রামের জহুর-আজিজ-মানিক চৌধুরী।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধ গোপন কোন তৎপরতার অংশ নেই। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনা করেন। এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সুলতান আহমেদ চৌধুরী, নূর মোহাম্মদ নুরু।

এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, গাজী শফিউল আজিম, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, সৈয়দ আমিনুল হক, নুরুল আবছার মিয়া, বখতিয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, অমল মিত্র, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, থানা আওয়ামী লীগের সুলতান আহমেদ, ছিদ্দিক আলম, হারুন অর রশিদ, এস এম ইসলাম, মো: আবু তাহের, কাজী আলতাফ হোসেন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সলিমউল্লাহ বাচ্চু, এড. আইয়ুব খান, ফয়েজ উল্লাহ বাহাদুর, আবুল হাশেম বাবুল, নুরুল আলম, সৈয়দ মো: জাকারিয়া, আলহাজ্ব আশফাক আহমেদ, ইসকান্দর মিয়া, হাজী আবু তৈয়ব ছিদ্দিকী, দলিলুর রহমান, আবুল বশর, মোছলেম উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.