চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

0

প্রেস রিলিজ  :

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে “Veterinary Surgery and Theriogenology” শীর্ষক পাঁচ দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালা আগামীকাল ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১৭তম ব্যাচের ৭০জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির উ”চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের এআইএফ কোর্ডিনেটার কোরবান আলী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আহসানুল হক।

উক্ত কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম ডারনেল এবং ড. রামানাথান কাসিমনিকাম।

কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ তাত্ত্বিক উপস্থাপনার পাশাপাশি হাতে-কলমে থেরিওজেনোলজি বা প্রাণী-স্ত্রীজননবিদ্যা সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও প্রশিক্ষণ লাভ করবেন বলে আয়োজনকারী কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ প্রশিক্ষকসহ বিভিন্ন ফার্ম পরিদর্শনের সুযোগ পাবেন। এতে তাদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যাবহারিক জ্ঞানও সমৃদ্ধ হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.