বোমা হামলায় বেঁচে গেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

0

সিটি নিউজ ডেস্ক :  বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন ম্যানগাগওয়া। বুলাওয়ে শহরের হোয়াইট সিটি স্টেডিয়ামে একটি সমাবেশে এই বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন প্রেসিডেন্ট নানগাগওয়া।

বোমা হামলা থেকে ম্যানগাগওয়া অল্পের জন্য বেঁচে গেলেও, হামলায় আহত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমো মহাদি। এছাড়া ওই হামলায় আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড পারিরেনিআতওয়া।

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ম্যানগাগওয়া জানান, তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরেই বোমাটি বিস্ফোরিত হয়। হামলার পর আহতদের দেখতে হাসপাতালে যান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.