নতুন সেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ

0

সিটি নিউজ ডেস্কঃ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ সোমবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাসদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক উৎসবমুখর পরিবেশে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ১৯৬১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।তার পিতা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।

১৯৮৩ সালের ১০ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পাসিং আউটের পর সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ, এমএসসি (কারিগরি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিইউপি’র অধীনে পিএইচডি ডিগ্রির জন্য অধ্যয়ন করছেন।

আজিজ আহমেদ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, হালিশহর থেকে গানারী স্টাফ কোর্স, মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স এবং ভারত থেকে লং গানারী স্টাফ কোর্স সম্পন্ন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.