ধর্মীয় অনুশাসন মেনে চললে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব

0

নেজাম উদ্দিন রানা, রাউজান : “মাদক ছেড়ে বই পড়ি, ফুলের মত জীবন গড়ি” স্লোগানটিকে সামনে রেখে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। ২৬ জুন মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোনায়েদ কবির সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল আলাম, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, সরোয়ার্দি সিকদার, নুরুল আবচার বাশি, জসিম উদ্দিন হিরো, উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মতিন, অগ্রসর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুমেনন্দ্র মহাথের, পৌর কাউন্সিলর জেবুন্নেছা, শিক্ষার্থী শান্ত বিশ্বাস, সুপ্রিয় বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ধর্মে মাদকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। ধর্মীয় অনুশাসন মেনে চললে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির বক্তব্যে বলেন, আগামী পহেলা জুন হতে মাদক বিরোধী অভিযান চলবে। পাঁচটি ভ্রাম্যমান আদালত একযোগে কাজ করবে। কেউ মাদকের সাথে জড়িতদের সুপারিশ করলে তাকেও গ্রেফতার করা হবে।

সভায় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালনায় মাদক বিরোধী সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া মাদক নিয়ে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.