চন্দনাইশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ শুরু

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : সারাদেশের মতো চন্দনাইশ পৌরসভায় গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে ২৬ জুন মঙ্গলবার। উক্ত ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মো. মাহবুবুল আলম খোকা। উদ্বোধনী বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে দক্ষিণ পূর্ব জোয়ারা স. প্রা. বিদ্যালয় ও দক্ষিণ হারলা স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় ১-০ খোলে দক্ষিণ হারলা, হারলা সমবায় স. প্রা. বিদ্যালয় বনাম দক্ষিণ গাছবাড়ীয়া স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারলা সমবায় স. প্রা. বিদ্যালয় বিজয়ী হয়।

গাছবাড়ীয়া মডেল স. প্রা. বিদ্যালয় বনাম চন্দনাইশ সদর স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় ১-০ গোলে গাছবাড়ীয়া মডেল স. প্রা. বিদ্যালয় বিজয়ী হয়। দক্ষিণ জোয়ারা স. প্রা. বিদ্যালয় বনাম উত্তর গাছবাড়ীয়া হাজী বশরত আলী স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় ট্রাইব্রেকারে দক্ষিণ জোয়ারা স. প্রা. বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হয়। পূর্ব চন্দনাইশ স. প্রা. বিদ্যালয় বনাম গাছবাড়ীয়া বণিক পাড়া স. প্রা. বিদ্যালয়ের মধ্যকার খেলায় পূর্ব চন্দনাইশ স. প্রা. বিদ্যালয় উপস্থিত না হওয়ায় গাছবাড়ীয়া বণিক পাড়া স. প্রা. বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।

অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর গাছবাড়ীয়া হাজী বশরত আলী স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় ট্রাইব্রেকারে ২-১ গোলে গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। ২য় খেলায় দক্ষিণ পূর্ব জোয়ারা স. প্রা. বিদ্যালয় ও হারলা সমবায় স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় ট্রাইব্রেকারে ২-১ গোলে হারলা সমবায় স. প্রা. বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে দক্ষিণ গাছবাড়ীয়া স. প্রা. বিদ্যালয় বনাম নবী কুলসুম স. প্রা. বিদ্যালয় মধ্যকার খেলায় নবী কুলসুম স. প্রা. বিদ্যালয় উপস্থিত না থাকায় দক্ষিণ গাছবাড়ীয়া স. প্রা. বিদ্যালয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মাস্টার আহসান ফারুক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, টুর্ণামেন্টের আহ্বায়ক প্রধান শিক্ষক মো. জাকের হোসাইন, মো. নাজিম উদ্দিন, হোসেন সোহরাওয়ার্দী, আকতার জমির খান, উৎপল চৌধুরী, রিজওয়ানা চৌধুরী, দ্বিজন চক্রবর্ত্তী, কামাল উদ্দিন, সৃজন ধর, সুমন সরকার, মো. নোমান, রুমা আকতার, সুরাইয়া বেগম প্রমুখ। তাছাড়া চন্দনাইশ উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়নেও একইভাবে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.