উখিয়ায় মাদক পাচার বিরোধী অালোচনা সভা অনুষ্ঠিত

0

শহিদুল ইসলাম,উখিয়া(কক্সবাজার): আসুন মাদক কে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী পালং উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্টিত হয়েছে।

এতে র‍্যালী ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেছেন মাদক একটি সামাজিক ব্যাধি।মাদকের কারণে পরিবার,সমাজ কলুষিত।মাদক উঠতি সম্ভাবনা ধংস করে দেয়।তাই মাদক প্রতিরোধে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)একরামুল সিদ্দিক।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উখিয়া থানার তদন্ত ওসি মাকসুদ, রত্নাপালং ইউপি চেয়ারমান খাইরুল অালম চেীধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার অালম শাহীন।পর্যায়ক্রমে অন্যান্য স্কুল কলেজেও মাদক বিরোধী জন সচেতনতামুলক কার্যত্রুম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সুত্র জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.