সেপ্টেম্বরের মধ্যে দৃশ্যমান হবে কালারপোল সেতু

0

সিটি নিউজ : পটিয়ায় কালারপোল আখতারুজ্জামান চৌধুরী সেতুর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী এমপি।

এসময় সামশুল হক চৌধুরী এমপি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এ সেতুটি। সেপ্টেম্বরের মধ্যে দৃশ্যমান হবে কালারপোল আখতারুজ্জামান চৌধুরী সেতু। সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরসিসি গার্ডার সেতুটি। এ সেতু নির্মিত হলে হাজার হাজার মানুষের কষ্ট লাঘব হবে। দ্রুত সময়ে সেতুর উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সামশুল হক চৌধুরী এমপি।

এসময় তিনি আরোও বলেন, পটিয়া এখন উন্নয়ন এবং সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দ্বারপ্রান্তে। শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ, ক্রীড়া, আইটি, সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে পটিয়ার মানুষ নানা রকম সুযোগসুবিধা পেয়ে যাচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে পটিয়ার দৃশ্যপট পাল্টে গেছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চলমান রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, কোলাগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি মোহাম্মদ হারুন, সাধারন সম্পাদক মোহাম্মদ জাফর, উপজেলা আ.লীগ নেতা বদিউল আলম তুষার, ওসমান গনি, রনজিত মেম্বার, হাজি রফিক সও:, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোহাম্মদ কোরবান আলী, মোর্শেদ মেম্বার, জিয়া উদ্দিন বাবলু, মো. নোমান, মো. ইসমাইল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.