রাতে স্পেনের মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া

0

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ ফেভারিট স্পেনের সামনে স্বাগতিক রাশিয়া। স্বাভাবিক ভাবে স্পেনের কাছে অনেকটা নবীন দল রাশিয়া। তবে ঘরের মাঠে চলমান এই ফুটবল যজ্ঞের প্রথম পর্বে দারুণ খেলে সবার প্রশংসা কুড়িয়েছে তারা রুশরা। সেক্ষেত্রে ফেভারিট হয়েও বেশ কষ্ট করেই গ্রুপ পর্ব পার করেছে স্প্যানিশরা।

তবে অভিজ্ঞতার দিক দিয়ে রুশদের চে য়ে অনেক এগিয়ে ফের্নান্দো ইয়েররোর দল। যার কারণে রাশিয়ার পক্ষে খুব কঠিন ম্যাচ হতে পারে এটি। মস্কোর লুঝিনিকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

রাশিয়া বিশ্বকাপের ফেভারিটের তালিকায় ছিল স্পেনিশরাও। ২০১০ সালে প্রথম বারের মত সোনার ট্রপিও জিতেছে তারা। তাই এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন তাদের। কিন্তু রাশিয়ার মাটিতে খুব একটা জ্বলে উঠতে পারেনি স্পেনিশ ফুটবলাররা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তাদের। দুই ড্র আর কোন মতে এক জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডের আশে।

স্বাগতিক রাশিয়ার বিপক্ষে জেতা খুব একটা সহজ হবেনা স্পেনিশদেরও। কেননা স্বাগতিক দেশ হিসেবে ঘরের মাঠ, চেনা পরিবেশ, দর্শক সব মিলিয়ে বাড়তি সুবিধাই পাবে রুশরা।

ফর্মে থাকা রাশিয়া যে স্পেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে; তাতে সন্দেহ নেই। তবুও রাশিয়ার বিপক্ষে অতীত ফলাফলই আজ স্পেনিশদের আত্মবিশ্বাসের হয়ে দাড়াবে। অতীতে দুই দল মুখামুখি হয়েছে মোট বারোবার। যার মাঝে ছয়টিতেই জয় পেয়েছে স্পেন। আর দুটিতে জয় পেয়েছে রাশিয়া। বাকি চার ম্যাচ ড্র হয়। দুই দলের শেষ দেখায় ৩-৩ গোলে ড্রহয়েছির। তবে বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হবে দুইদল। নানা হিসেবের পরও বর্তমান পারফরম্যান্সের দিকে তাকালে স্পেনের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই স্বাগতিকরা। সবকিছু মিলিয়ে কঠিন একটি লড়াই দেখতে পাবে গোটা রাশিয়া।

দুই দলের সম্ভাব্য একদশ  :

স্পেন একাদশ- ডেভিড ডি গিয়া, নাচো মোনরিয়াল, সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্দি আলবা, কোকে, সার্জিও বুসকুয়েটস, আন্দ্রে ইনিয়েস্তা, দাভিদ সিলভা, ইসকো ও দগলাস কস্তা।

রাশিয়া একাদশ – ইগর আকিনফিভ, মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ, ইউরি গাজিনস্কিয়ি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ, ফেদর স্মলভ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.