অনলাইনে অপরাধ ঠেকাতে হেল্পলাইন চালু

0

সিটিনিউজবিডি  :   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুকসহ অনলাইনে  সব ধরনের সোস্যাল মিডিয়ার যেকোন অপরাধ ঠেকাতে বা অভিযোগ জানাতে হেল্পলাইন চালু করা হয়েছে। ফেসবুক বর্তমানে সবচেয়ে বর্ধনশীল সোস্যাল মিডিয়া। বর্তমানে প্রতি ১২ সেকেন্ডে একজন করে নতুন ফেসবুক আইডি খুলছেন।

তিনি বলেন, সোস্যাল মিডিয়ার অপব্যবহার ও অপরাধ ঠেকাতেই এই হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হলো- ০১৭৬৬-৬৭ ৮৮ ৮৮। ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা দিতে হেল্পলাইন নম্বরটি বর্তমানে ২৪ ঘণ্টা চালু রয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নবী নেওয়াজের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.