আনোয়ারার গহিরায় সন্ত্রাসী হামলায় আহত-৭

0

আনোয়ারা সংবাদদাতা :: আনোয়ারায় নলকূপের পানীয় পানি নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৭ জন আহত হয়েছে। ৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে গহিরা গ্রামের বাইয়্যার বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে মোঃ সালেহ আহমদের পরিবারের উপর হামলা চালিয়ে সাত জনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

আহতরা হলেন মোঃ সালেহ আহমদ(৭০), শকুনতাজ(৬০), মোঃ সেলিম(৩৮), বুলবুল আক্তার(৩০), মোঃ শাহেদ(২৮), মোঃ মোর্শেদ(২৬) ও রুমা আক্তার(১৮)। তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ঘঠনায় ১৫-১৬ জনকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন ছালেহ আহম্মদ(৬০), জালাল আহমেদ(৫৬), মোঃ মোক্তার(৩৬), মোঃ ফোরকান(৪০), শান্ত(১৮), আরিফ(১৯), সোলতান কবির আকাশ(২৩), মানিক(২০), আরিফ(২০), নূর মোহাম্মদ মনু(৬২), আলি হোসেন(৪৫) ফজল আহমদ(৬৫), মনি আজম(৫৪), নূরুল আবছার(২৪) এবং আনছার আলি(২২)। আনোয়ারা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.