চন্দনাইশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেন এমপি নজরুল

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : সারাদেশের মতো চন্দনাইশে ৬-১১ মাসের ৫ হাজার ১’শ ১০ জন, ১২-৫৯ মাসের ৩৩ হাজার ৭’শ ৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শনিবার ১৪ জুলাই সকালে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে এক সভা আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু তৈয়ব, ডাঃ শেখ সাদি, আ’লীগ নেতা যথাক্রমে আবদুর শুক্কুর, আবদুল্লাহ্ আল নোমান বেগ, নবাব আলী, লোকমান হাকিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, ওসমান গণি ভুট্টু প্রমখ। চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ২৪২টি কেন্দ্রে ৪৮৪ জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করেন। সে সাথে একটি মনিটরিং টিম সার্বক্ষনিক উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। আবাসিক মেডিকেল অফিসার কামরুল হাসান বলেছেন, এ বছর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.