বোয়ালখালীতে মহাসমারোহে রথযাত্রা অনুষ্ঠিত

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মহাসমারোহে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ জুলাই দিনব্যাপী এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরে নানা কর্মসূচী পালন করা হয়।

শতশত ভক্ত-অনুরক্ত পূর্ণ্যাথী-দর্শনার্থী সমাগমে ঘটে বিভিন্ন মট মন্দিরে। এতে উৎসব মুখর পরিবেশে পুলিশি নিরাপত্তায় উপজেলার বিভিন্ন সড়ক বলরাম, শ্রীকৃষ্ণ ও সুভদ্রার রথ টেনে প্রদক্ষিণ করে ভক্তরা।

এ উপলক্ষে কধুরখীল জগদানন্দ মিশনের উদ্যোগে দুপুরে প্রসাদ বিতরণ শেষে বর্ণাঢ্য রথযাত্রা কীর্ত্তন সহকারে মিলন মন্দির প্রদক্ষিণ করে উপজেলা সদর হয়ে পূর্ব গোমদ-ী লোকনাথ মন্দিরে শেষ হয়। এছাড়া উপজেলার বিদগ্রাম গৌরাঙ্গবাড়ি সেবাশ্রম, আমুচিয়া শ্রীশ্রী দক্ষিণেশ্বরী মাতৃ মন্দির, পশ্চিম শাকপুরা রাস বিহারী ধাম, মধ্যম শাকপুরা শিব মন্দির, আহলা জয় কালী মিলন সংঘ, আহলা পল্লী উন্নয়ন সমিতি, পূর্ব জ্যৈষ্টপুরা মৈত্রী সংঘ ও ধোরলা রণজিত ঘোষ বাড়ী থেকে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী শাখার সাবেক সাধারণ সম্পাদক স্বপন শীল, নবজিত চৌধুরী রানা, সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক সরকার কমল দাশ, যুগ্ম সম্পাদক মাধব ধর, অর্থ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সমীর চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল দাশ শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক নন্দিতা বসু, গণ সংযোগ বিষয়ক সম্পাদক টিটন দে টিটু, সদস্য বদন দে, মিলন কৈর্বত্য, অনিল ধর ও মিথুন চৌধুরী রণি, জগদানন্দ মিশন পরিচালনা পর্ষদের সভাপতি বিকাশ দেওয়ানজী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, প্রসেনজিৎ দাশগুপ্ত রাজা, রানু মজুমদার, লিটন দে, বিকাশ নাথ, পূণ্য সনাতনী সংগঠন, পূর্ব গোমদন্ডী বণিক পাড়া একতা ক্লাবসহ বিভিন্ন সনাতনী ধর্মীয় সংগঠন রথযাত্রায় অংশ নেয়।

অন্যদিকে আমুচিয়া শ্রীশ্রী লহ্মীজর্নাদন মন্দির ও পূর্ব গোমদন্ডী রাধা গোপীনাথ মন্দির এবং শাকপুরা পার্থ সারথী নামহট্ট হতে সকাল ১০টায় মোটর শোভাযাত্রা বের হয়ে নগরীর নন্দনকানন ইসকন মন্দিরে যোগদান দেয়। আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.