শনিবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

0

সিটিনিউজবিডি : ভারতের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর ছুটির কারণে শনিবার দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল সিএ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, শনিবার আমদানি-রফতানি বন্ধ থাকার কথা ওপারের সিএ্যান্ডএফ এজেন্টস আগেই জানিয়েছে। যেহেতু ভারতে এদিন সরকারি ছুটি তাই আমাদের কিছু করার নেই।

বেনাপোল কাস্টমস চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জানান, জন্মাষ্টমীর ছুটির কারণে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন আমাদের বৃহস্পতিবার বিকেলে জানিয়ে দিয়েছে। তবে ভারত থেকে আমদানিপণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.