‘লতিফের পদত্যাগ সাংবিধানিক উপায়ে হয়নি’

0

সিটিনিউজবিডি : দশম সংসদ থেকে লতিফ সিদ্দিকীর পদত্যাগের বিষয়টি সাংবিধানিক উপায়ে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘লতিফ সিদ্দিকীর বিষয়টি যেভাবে সমাপ্ত হয়েছে তা মোটেই সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে হয়নি। স্পিকার যখন নির্বাচন কমিশনে পাঠালেন বিষয়টির সমাধানের জন্য। কিন্তু কমিশন পুনরায় তা আবার সংসদে পাঠাল। এই অধিকার সংবিধান তাকে দেয়নি।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শাবিপ্রবি ভিসির বিরুদ্ধে অভিযোগ- তিনি নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহার করে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এর দায় নিয়ে হয় তিনি নিজ থেকে পদত্যাগ করবেন, না হয় শিক্ষা মন্ত্রণালয় তাকে অপসারণ করবে।’

আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, ‘আইআরআইয়ের এই জরিপ প্রমাণ করে দেশের জনগণের কাছে এই সরকার ও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে। তাই আশা করি বিরোধী দল তাদের দল গোছানোয় ব্যস্ত থাকবে। যথাসময়েই নির্বাচন হবে।’

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি জনমত জরিপে উঠে এসেছে সরকারের জনপ্রিয়তা বেড়ে ৬৬ শতাংশ এবং প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৭ শতাংশ হয়েছে। জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথেই এগোচ্ছে। এই সংখ্যা ২০১৪ সালের সেপ্টেম্বরে আইআরআইয়ের আগের জরিপের চেয়ে ৬ শতাংশ বেশি।
সংগঠনের উপদেষ্টা ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.