ভারতের লোকসভায় অনাস্থা প্রস্তাবঃ মোদির বিশাল জয়

0

সিটি নিউজ ডেস্কঃ প্রত্যাশা মতোই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে পর্যুদস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের লোকসভায় নরেন্দ মোদির সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হয়নি।

শুক্রবার প্রায় ১২ ঘণ্টার বিতর্ক শেষে ভোটাভুটিতে এই অনাস্থা প্রস্তাবের বিপক্ষে পড়ে ৩২৫ ভোট। আর প্রস্তাবের পক্ষে পড়ে ১২৬ ভোট। এই ভোটাভুটিতে সরকার রাজনৈতিক সীমানা ছাড়িয়ে প্রায় দুই-তৃতীয়াংশ সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে বিজেপি সরকার।

শুক্রবারের এই ভোটাভুটিতে কেউই ভোটদানে বিরত ছিল না তবে কয়েকটি দল ভোট বর্জন করায় সরকারের পক্ষের ভোট আরও কিছু কমেছে। প্রায় ১২ ঘণ্টা ধরে চলা সংসদের অধিবেশনের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কণ্ঠভোটের আহ্বান জানান। সেই ভোটাভুটিতে জয় হয় এনডিএ সরকারের। সরকারের এই জয় প্রত্যাশিতই ছিল।

তবে বিরোধীরা কতটা জোটবদ্ধ ছিল তা বুঝে নেওয়ার পরীক্ষাই যেন ছিল এই অনাস্থা প্রস্তাব। বিরোধী শক্তি যে এখনও ততটা মজবুত নয়, তা স্পষ্ট হল। অন্য দিকে, অধিবেশনের এনডিএ সরকারের পাশে শিবসেনা এবং বিজেডি সাংসদের না পেলেও বিপুল ভোটে জয় হল নরেন্দ্র মোদী সরকারের।

বিজু জনতা দল-বিজেডি ও শিব সেনারা ভোট না দেওয়ায় লোকসভার ভোট কমে দাঁড়ায় ৪৯৬ এ। তবে ভোটাভুটি শেষে গণনা করলে দেখা যায়, আরও ৪৫ জন এমপি ভোট দেননি। টিআরএস এই অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে অংশ নিলেও তাদের ১১ জন এমপি ভোট দেননি। তবে কোন কোন এমপি ভোট দেননি তা এখনও জানা যায়নি।

ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর কথার জবাব দেন। শুক্রবার সকালে লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় রাহুল মোদিকে জড়িয়ে ধরে সবাইকে হতবাক করে দিয়েছিলেন। তার আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অনেক কথা বলেন।

জবাবে মোদি বলেন, ‘সকালে ভোট শেষ হয়নি, বিতর্কই শেষ হয়নি কিন্তু একজন সদস্য আমার কাছে দৌড়ে এসে বললেন, ওঠো, ওঠো, ওঠো। ক্ষমতায় আসার এত জলদি কেন? আমি বলছি, এসব মানুষ আমাদের নির্বাচিত করেছে। আমরা এভাবেই এখানে এসেছি’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.