সীতাকুণ্ডে মহাসড়কে ব্যরিকেড দিয়েছে জেলেরা, যান চলাচল বন্ধ

0

কামরুল ইসলাম দুলু :: সীতাকুণ্ডে দুই জেলে পাড়ার মধ্যে সাগরের মাছ ধরার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়েছে জেলেরা।

আজ সোমবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর এলাকার জেলেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোড ব্যরিকেড দেয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল, বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব, ফৌজদারহাট পুলিশ ফাড়িঁর সার্জেন্ট সাইফুল ইসলাম, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকেঁর ভুইয়া, ইউপি সদস্য আলমগীর মাসুম, মঈন উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়।

একঘন্টা মহাসড়ক বন্ধ থাকার ফলে হাজার হাজার দুরপাল্লার গাড়ি আটকা পড়ে এতে হাজারো মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়। এসময় মুমুর্ষ অবস্থায় রোগী নিয়ে অনেক এম্বুলেন্স আটকা পড়তে দেখা যায়। আগামী কয়েকদিনের মধ্যে সীমানা বিরোধ নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধান করা হবে মর্মে স্থানীয় চেয়ারম্যান নাজীম উদ্দিন এর আশ্বাসে জেলেরা দুপুর ১২ টায় রোড ব্যারিকেড তুলে নেয়।

উল্লেখ্য যে, দীর্ঘ ২৮ বছর যাবৎ জাল বসানোর নিয়ে দুই ইউনিয়নের জেলেদের মধ্যে সীমানা সহিংসতা অব্যাহত রয়েছে। সম্প্রতি সাগরে জাল বসানো মাছ ধরা নিয়ে কেন্দ্র করে দুই জেলেপাড়ার মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ জেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর জেলে পাড়া হচ্ছে উত্তর ছলিমপুর জেলে পাড়া। ঐ পাড়ায় প্রায় দু’শত এর অধিক জেলে সম্প্রদায়ের সাগরে মাছ ধরার লাল বোট রয়েছে। অপর দিকে তাদের উত্তরে অবস্থিত ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়া।

১৯৯০ সাল থেকে সাগরে দেশের ঐতিহ্যবাহী মাছ ইলিশ আহরণ সীমানা নিয়ে সহিংসতা অব্যাহত রয়েছে।

ভাটিয়ারী মির্জানগর জেলে পাড়ার সর্দার বাদল দাস বলেন, আশ্বাসের ফলে আমরা রোড ব্যারিকেড তুলে নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে এর সমাধান না হলে আমরা জেলে সম্প্রদায় আবারও রোড আবরোধ করবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.