বাসের যাত্রীদের নামিয়ে গুলি করে হত্যা

0

সিটিনিউজবিডি  :    আফগানিস্তানে দুটি গাড়ি থেকে ১৩ যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতরা সবাই হাজরা উপজাতির। শনিবার সংঘাতপূর্ণ উত্তর আফগানিস্তানের প্রদেশ বলখের জারি জেলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

দেশটিতে এমন সময় এ ঘটনা ঘটলো যখন প্রেসিডেন্ট আশরাফ ঘানি আরও বেশি আন্তর্জাতিক সমর্থনের জন্য রাজধানী কাবুলে দাতাগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন।

জারি জেলার গভর্নর জাফর হায়দারি বলেন, ‘বন্দুকধারীরা দুটি গাড়িকে থামিয়ে সব পুরুষ যাত্রীদের নামায় এবং পরে তাদের লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করে। দুটি গাড়ির একটিতে থাকা কেবল একজন নারীকে তারা হত্যা করেনি। নিহতরা সবাই সংখ্যালঘু হাজরা উপজাতির।

বলখ প্রদেশের উপ পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক কাদেরি নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.