সাড়ে ৯ বছরে খুন হয়েছে ৩৪০ জন

0

জুবায়ের সিদ্দিকীঃ আওয়ামীলীগ সাড়ে ৯ বছর ধরে রাষ্ট্র পরিচালনা করছে। দীর্ঘ এই পদ যাত্রায় ক্ষমতার দ্বন্ধে সৃষ্ট দলীয় অন্তকোন্দলে রক্তপাত থামছেই না। আধিপত্য বিস্তারের লড়াই, দলীয় অন্তকোন্দল ও ক্ষমতার লড়াইয়ে আওয়ামীলীগের শত্রু আওয়ামীলীগ।

গত সাড়ে ৯ বছরে খুনের শিকার হয়েছে ৩৪০ জন দলীয় নেতাকর্মী। এর অধিকাংশই আভ্যন্তরীণ কোন্দলের বলি। নিজেদের মধ্যে সহিংস ঘটনা ঘটেছে ২০ হাজার ৭শতটি।

এসব আহতের সংখ্যা প্রায় ১৮ হাজারের কাছাকাছি। উল্লেখিত ঘটনায় মামলায় সব কটি তদন্ত পর্যায়ে আটকে আছে। ক্ষমতার দ্বন্ধে জড়িয়ে পড়েছেন দলীয় প্রভাবশালী নেতারাও। সর্বত্রই ক্ষমতার মোহে যে কোন মূল্যে পথ আকড়ে রাখার প্রতিযোগীতায় সারা দেশেই আভ্যন্তরীণ কোন্দল বিব্রতকর অবস্থায় ফেলেছে সরকারকে।

পদ পদবী আধিপত্য না থাকলে ব্যবসা বাণিজ্য, তৎবির, বদলী, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজী করা যায় না। তবে আওয়ামীলীগের শীর্ষ নেতারা একে দলীয় কোন্দল বলতে নারাজ। তারা বলছেন, এটা ব্যক্তি স্বার্থের কোন্দল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.