চান্দগাঁও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা

0

চট্টগ্রাম :  চান্দগাঁও ৪নং ওয়ার্ড উওর ফরিদেরপাড়া খন্দকার বাড়ীস্থ হারুন কলোনীতে গতকাল রবিবার সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৯টি পরিবারের মাঝে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে বিএনপির উদ্যোগে আজ সোমবার সকালে গৃহস্থালীর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান নেতৃত্বে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি,সাবেক কাউন্সিলর আলহাজ্ব মাহবুবুল আলম,আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু,৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু,৬নং পূর্বষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু,৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জি:মো: ইলিয়াছ,চান্দগাঁও থানা যুবদল নেতা ম.হামিদ,গোলজার হোসেন,আরিফুল ইসলাম,নুরুল ইসলাম,ছাত্রদল নেতা এম.আবু বক্কর রাজু,আরিফুল ইসলাম, মো:শহীদুজ্জামান,মো:সাহাবউদ্দিন,মো: নাছির, মো: শওকত, মো: সরওয়ার সহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ভয়াবহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য এবং অগ্নিদগ্ধে নিহত প্রতিবন্ধি যুবকের পরিবারের সাথে কথা বলে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মনোবল সুদৃঢ় করে সামনের দিনগুলোকে ধৈর্য্যরে সাথে মোকাবেলার আহবান জানান।তারা ভবিষ্যতেও বিএনপি পরিবারের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভাগ্য উন্নয়ন এবং পরিবর্তনের রাজনীতি করেছেন।জনগণের লুণ্ঠিত গণতন্ত্র রক্ষার সংগ্রাম করতে গিয়ে তিনি পূর্বেও কারাবরণ করেছেন,এখনও কারান্তারীণ আছেন।এদেশ এবং জনগণের প্রতি অগাধ ভালোবাসা এবং মমত্ববোধের দরুণ, বিএনপি ও জিয়া পরিবারের উপর অমানুষিক নির্যাতন-নিপীড়নের পরেও তিনি কোন অপশক্তির কাছে মাথানত করেনননি এবং আপোষ করেননি।নেত্রী আজ কারাবন্দি এবং তারেক রহমান আজ নির্বাসিত হওয়া সত্বেও দলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে,জনগণের অংশগ্রহনমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ লোকজন যাতে পুনরায় স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে তার জন্য দল এবং তার পক্ষ হতে সহায়তার হাত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.