বৌদ্ধ বিহার পরিদর্শনে মোশাররফ হোসেন

0

জামাল জাহেদ, কক্সবাজারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া কক্সবাজারের রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। এসময় তিনি বৌদ্ধ বিহারের নির্মাণশৈলী ও প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হন ।

শনিবার ( ৫ সেপ্টেম্বর) রামুতে পৌঁছে তিনি প্রথমে রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পন বড়–য়া। সেখান থেকে তিনি রামু ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল এলাকার মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণাচরণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

পরে তিনি রামু জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি এলাকায় ১০০ ফুট সিংহশয্যা বুদ্ধমূর্তিসংবলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছলে বৌদ্ধ নেতারা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এফ.এম আলাউদ্দিন, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুল করিম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, লাল ও সাদা চিং বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উথোয়েনচি রাখাইন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.