একটি সুন্দর আলোকিত দেশ বিনির্মাণে সামাজিক সংগঠনের বিকল্প নেই

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি: পটিয়ার শোভনদন্ডী সমাজ কল্যাণ যুব উন্নয়ন ও ক্রীড়াচক্র এর ৪০ বছর বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে আলোচনা সভা মরোনত্তর সম্মাননা স্মারক প্রদান, স্মরণিকা ‘পদক্ষেপ-২’ এর মোড়র উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের মো. ফয়জুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহবায়ক মো. আবুল হাসান খোকনের যৌথ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

উদ্বোধক ছিলেন ওয়ান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন শোভনদন্ডী স্কুল কলেজের সভাপতি মো. মফজল আহমদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি আবুল কাশেম, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান, সামশুল আলম, আবদুল হামিদ, মো. মুসা, রফিক আহমদ, মঞ্জুর আহমদ চৌধুরী, আজীবন সদস্য মো. মাহফুজুর রহমান, রণধীর মল্লিক, ইকবাল আহমদ সিদ্দিকী, মুজিবুল হক চৌধুরী নবাব, নাজিম উদ্দিন পারভেজ, মিজানুর রহমান, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, দিদারুল হক, মোজাম্মেল হক, আলমগীর হোসেন, হারুন অর রশিদ, আবু তৈয়ব সোহেল, কোরবান আলী, মো. হারুন, নাজিম উদ্দিন, মো. আলী, মো. সাকিল প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেন, আদর্শিক সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম।

সমাজ ও মানবতার কল্যাণে শোভনদন্ডী সমাজ কল্যাণ যুব উন্নয়ন ও ক্রীড়াচক্র যে অবদান রেখেছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে। মাদক ও জঙ্গিমুক্ত একটি সুন্দর আলোকিত দেশ বিনির্মাণে সামাজিক সংগঠনের বিকল্প নেই। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পটিয়ায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে। যার ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে জয় লাভের মাধ্যমে পটিয়ার এ আসন উপহার দিতে সকলকে কাজ করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.