কবি নজরুল ইসলামের দেশাত্ববোধ ও নবী প্রেম ছিল অতুলনীয়

0

চট্টগ্রাম :  হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বুধবার ২৯ আগস্ট নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্’র সভাপতিত্বে ও হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, কবি নজরুলের মানবতাবোধ, দেশাত্ববোধ ও নবী প্রেম সত্যিই অতুলনীয়। একটি উদার সম্প্রীতিপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জুগিয়েছেন কবি নজরুল ইসলাম। মানুষে মানুষে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার বুদ্ধিবৃত্তিক প্রয়াস চালিয়েছেন তিনি।

লেখনীর মাধ্যমে তিনি ধর্মে ধর্মে ঐক্য, মানুষে মানুষে সম্প্রীতিবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলায় প্রয়াসী ছিলেন দ্রোহ ও প্রেমের কবি নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ নঈম উল ইসলাম, নাছির উদ্দিন মাহমুদ, আ.ব.ম খোরশিদ আলম খান, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ এমরানুল ইসলাম, মুহাম্মদ এনামুল হক, আজিম উদ্দিন আহমেদ জনি, মুহাম্মদ হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, সৈয়দ মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ইদ্রিচ, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, কে.এম. আজাদ রানা, মুহাম্মদ নাছির উদ্দিন রুবেল, মুহাম্মদ আলী আকবর, আবু তৈয়ব মুহাম্মদ রেজাউল মোস্তফা, মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরী, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদ, মুহাম্মদ আব্দুল হামিদ রজভী, মুহাম্মদ জিয়া উদ্দিন রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ডিসি হিলে হিজরি নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানের অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং সকল সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজনের অনুমতি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আগামী ১১ সেপ্টেম্বার মঙ্গলবার নগরীর লাল দীঘির মাঠে হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ কামনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.