আরাকান আর্মির সদস্য ফের রিমান্ডে

0

সিটিনিউজবিডি : রাঙামাটিতে দুই দফা রিমান্ড শেষে আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং ও পলাতক নেতার রাজস্থলীর বাড়ির দুই তত্ত্বাবধায়ককে আবারো ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।

সোমবার সকাল ১১টায় রাঙামাটির অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ আদেশ দেন। বাড়ির দুই তত্ত্বাবধায়ক হলেন, মং চু অং মারমা ও যশো অং মারমা।

সকালে ওই তিনজনকে আদালতে হাজির করে সন্ত্রাস দমন আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে দায়ের করা দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের মামলায় আসামিদের ৫ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

গত ৭ আগস্ট রাজস্থলী উপজেলার তাংতং পাড়া কলেজ রোডের আরাকান আর্মির নেতা রেনিন সো এর বাড়ি থেকে অং নং ইয়ং রাখাইনকে আটক করে যৌথবাহিনী। বর্তমানে রেনিন সো পলাতক রয়েছেন। ২৮ আগস্ট বাড়িটির দুই তত্ত্বাবধায়ককে আটক করে পুলিশ। ২৮ ও ৩০ আগস্ট তিন আসামিকে দু’দফায় রিমান্ডে নেয় পুলিশ। এ ঘটনায় অং নং ইয়ং রাখাইন গত ৩ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.