পটিয়ায় শ্রী কৃষ্নের জন্মষ্টমীতে সামশুল হক চৌধুরী এমপি

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : পটিয়ায় কেন্দ্রীয় জন্মষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে থানার মোড়ের গৌরাঙ্গ নিকেতনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে এ কমসুচি উদ্বোধন করেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

উদ্যাপন পরিষদ সভাপতি রনধীর দের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল কান্তি মিত্র, উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, সাবেক উপজেলা সম্পাদক বিজন চক্রবত্তী, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, আশীষ গোস্বামী, রতন চক্রবত্তী, জন্মষ্টমী উদ্যাপন পরিষদ উপজেলার সভাপতি পুলক চৌধুরী।

অজয় শীল ও উৎপল ধর দেবুর সঞ্চালনায় পূজা পরিষদ নেতা তাপস দে, জীতেন গুহ, মিহির চক্রবত্তী, ঋষি বিশ্বাস, এম. এজাজ চৌধুরী, মাষ্টার শ্যামল দে, বিশ্বজিৎ দাশ, প্রনব দাশ, তপন ধর, দেবাশীষ ধর বাপন, দিলীপ ঘোষ দিপু, রত্না চক্রবর্ত্তী, রণবীর দে, অজয় শীল, অরুণ দে, শিল্পী মিত্র, রেখা চৌধুরী, মাষ্টার লিটন নাথ, ছোটন নাথ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। যা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সকল ধর্মের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছে। আজ সব মানুষ যার যার ধর্ম নিশ্চিন্তে পালন করতে পারে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

পরে বিশাল শোভাযাত্রা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে সনাতনী বিদ্যার্থী পরিষদ, রাধামঠ মন্দির, দক্ষিণ ভূর্ষি শৈব সংঘ, নন্দরখীল রাজসংঘ, দক্ষিণ সমুরা লোক ও মঠ মন্দির সহ পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন মঠ, মন্দির, মিশনের ব্যাপক জনগোষ্ঠীর মাধ্যমে জন্মাষ্টমীর র‌্যালী উদ্বোধন হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.