কাঁচা লঙ্কার ঝালে পুড়ছে বাজার!

0

নিজস্ব প্রতিবেদক : বর্তমান বাজারে পেয়াজের দাম কিছুটা কমলে ও মরিচের দাম আকাশ ছোঁয়া, এতে বাজার করতে গিয়ে নিয়মিত হিম শিম খাচ্ছে সাধারণ ক্রেতারা । বন্দর নগরির ৩নং ফকির বাজার ঘুরে দেখা যায় যে ,গত কয়েকদিন পূর্বে৩০ থেকে ৩৫ টাকার পেয়াজ ৯০ টাকা বিক্রি হয়েছিল তবে কিছুটা কমে খুচরা বাজারে বিক্রি হচেছ ৬০ থেকে ৬৫ টাকা ।

এদিকে আসন্ন কোরবান উপলক্ষে শুকনো মরিচ খুচরা বাজারে বিক্রি হচেছ ২৮০ থেকে ৩০০ টাকায় আর’কাচা মরিচ কয়েক দিন আগে খুচরা বাজারে বিক্রি হয়ে ছিল ৩০ থেকে ৪০ টাকায় কিন্তু এখন সেই কাচাঁ মরিচ কেজি ৩৫০ থেকে ৪০০টাকায় বিক্রি হচ্ছে বলে দোকানীরা জানিয়েছেন।

কোরবান সামনে রেখে সকল প্রকার মসলা জাতীয় পণ্য যেমন আদা’ রসুন,এলাছি, জিরা ,ডালচিনি,গুলমরিচের দাম ও বাড়বে বলে ব্যবসায়ীরা জানান ।

এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণও ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন বলে ৩নং ফকির হার্ট এলাকার বাসিন্দা সাইফুল ও বেলাল জানান । দাম মূল্যের এই পাগলা ঘোড়ার দৌড় কোরবানির আগে কমার সম্ভনা নেই বলে ব্যবসায়ীরা স্বীকার করেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.