মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার

0

সিটি নিউজ ডেস্ক :: মালয়েশিয়ার নেগরি সেমবিলান রাজ্যের বান্দার বারু নিলাই এলাকা থেকে ৬৫ বাংলাদেশিকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। তারা মানবপাচারের শিকার বলে ধারণা করা হচ্ছে।

 বুধবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি জানান, গত মঙ্গলবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের বাসস্থানে বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বেশির ভাগ শ্রমিককে ওই প্রতিষ্ঠানটির কাজে লাগানো হতো। তিন থেকে পাঁচ মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি। তবে তাঁদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত ঋণ দেওয়া হয়েছে।’

মুস্তাফার আলি জানান, তদন্তের স্বার্থে অভিবাসন বিভাগ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দুই পরিচালককে আটক করেছে।

মহাপরিচালক আরো বলেন, অভিবাসন বিভাগ ৩৭৭টি পাসপোর্ট জব্দ করেছে, যেগুলোর বেশির ভাগই বাংলাদেশি নাগরিকদের। এ ছাড়া চুক্তি, অর্থ পরিশোধের ভাউচার ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগসহ মোট ৬১ ধরনের নথি পাওয়া গেছে।

মুস্তাফার আরো বলেন, তদন্তে দেখে গেছে, প্রতিষ্ঠানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি কর্মী নিয়োগের অনুমোদনপত্র নকল করেছে। তিনি জানান, বিষয়টি অভিবাসন আইন, পাসপোর্ট আইন, মানবপাচারবিরোধী আইনের আওতায় তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.