নবাগত জি.এম এর সাথে সিটিভি শিল্পী সমিতির সাক্ষাৎ

0

সিটি নিউজ ডেস্ক :: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নবাগত জিএম ইয়াছমীন পারভীন তিবরীজির সাথে চট্টগ্রাম  টেলিভিশন শিল্পী সমিতির সভাপতি সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ৫ সেপ্টেম্বর এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

বিকেল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিনিধি দলে ছিলেন সহ সভাপতি এম.এ, হাশেম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুসলিম আলী জনি,  চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক কা ন মহাজন, শিল্পী সমীর পাল, শিল্পী রোজি আক্তার, শিল্পী ইশতিয়াক রায়হান, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, তৌছিফ হোসেন প্রমুখ।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রযোজক (বার্তা) নুরুল আজম পবন, সহ পরিচালক (অর্থ) মনজুরুল করিম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. জামিল ।

সাক্ষাৎকালে শিল্পী প্রতিনিধি দল নবাগত জি.এম ইয়াছমীন পারভীন তিবরীজিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উভয় পক্ষ চট্টগ্রাম টেলিভিশনের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। শিল্পী সমিতির সভাপতি নতুন জি.এম বরাবরে সাতটি প্রস্তাবনা পেশ করেন।

প্রস্তাবনার মধ্যে ছিল শিল্পীদের ডাটাবেজ তৈরি করা, নাট্যশিল্পীদের অবিলম্বে অডিশনের ব্যবস্থা করা, শিল্পীদের দিনের চেক দিনে দেওয়া, সমস্ত বকেয়া চেক এক সপ্তাহের মধ্যে পরিশোধ করা, লগ বুক প্রণয়ন করে শিল্পীদের মাঝে অনুষ্ঠানের সমবণ্টন, অনুষ্ঠান ধারণ কমিটি  গঠন ও  প্রিভিউ কমিটি করা ইত্যাদি। জি.এম মহোদয় উল্লেখিত বিষয় সমূহের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.