বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের দল ঘোষণা

0

সিটিনিউজ ডেস্ক:: আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে তারা তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে। বৃহস্পতিবার বাংলাদেশ সফরে দুই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এই সিরিজে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিবেন হ্যামিলটন মাসাকাদজা।

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে জিম্বাবুয়ে। এই সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্যও দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। শেষ হবে ১৪ অক্টোবর। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। এরপর সিলেট ইন্টারন্যালনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১১ নভেম্বর।

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে দল:

ওয়ানডে স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও।

টেস্ট স্কোয়াড: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই সাতারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.