জাতীয় ঐক্যের নেতারা পরিচিত মুখ তবে ভোটের মাঠে ফাঁকা

0

জুবায়ের সিদ্দিকী/দিলীপ তালুকদারঃ জাতীয় ঐক্য নামে সরকার বিরোধী জোট এখন প্রক্রিয়াধীন। তাদের দাবী, তারা অনেকদুর এগিয়ে গেছেন। এ জোট ভোটের মাঠে প্রভাব ফেলবে বলে আওয়ামীলীগ নেতারা মনে করেন। জাতীয় ঐক্যের কুশীলবরা জাতীয় অঙ্গনে পরিচিত মুখ হলেও ভোটের মাঠে তাদের অবস্থান ততটা জোরালো নয়।

তারা নিজ নিজ দলীয়ভাবে ভোটে দাঁড়ালে নির্বাচিত না হবার সম্ভাবনাই বেশী। তারপরও সরকার বিরোধী সবাই এক প্ল্যাট ফর্মে এলে ক্ষমতাসীনদের জন্য এটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জাতীয় ঐক্য গঠনের ঢামা ঢোলের মধ্যেই জোটের রাজনীতিতে মেরুকরণের চিন্তা করছে আওয়ামীলীগ।

আওয়ামীলীগের হাই কমান্ডের অনেকের সাথে আলাপ করে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট, বিকল্প ধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল ও নাগরিক ঐক্য নিয়ে গঠিত যুক্তফ্রন্ট এবং গনফোরামসহ বেশ কিছু দল মিলে জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে। আওয়ামীলীগও অবশ্য বসে নেই। আগামী নির্বাচনের আগে রাজনীতির মাঠে পাল্টা জোট দেখতে চায় আওয়ামীলীগ।

ছোট ছো্ট দলের শীর্ষ নেতাদের সাথে জোগাজোগ শুরু করেছেন। ক্ষমতাসীনদের মূল লক্ষ্য ১৪ দলীয় জোট, মহাজোট, বাম গনতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক জোটকে কাছে রেখে জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জে ফেলা। আওয়ামীলীগ মনে করে, জাতীয় ঐক্য বলতে যেটা বোঝানো হচ্ছে তা আসলে জাতীয় ঐক্য নয়, সরকার বিরোধী একটি প্ল্যাট ফরম মাত্র।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামীলীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ঘোষনা হাস্যকর। আওয়ামীলীগ ছাড়াও ১৪ দলে আরো দল রয়েছে। মহাজোটের শরিক জাতীয় পার্টি রয়েছে। দেশে আমাদের জোট ও মহাজোটে বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। দেশের বিশাল এ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.