অজ্ঞান পার্টির ১৯ সদস্য আটক

0

সিটিনিউজবিডি : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির সন্দেহভাজন ১৯ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে তিনজন এই চক্রের নেতা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ও হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।

পরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে এই ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের কাছে এরা ‘অজ্ঞান পার্টি’ হিসেবে পরিচিত। এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকেরই মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।

গত মাসের শেষ দিকে এই রকম দুটি চক্রের ১২ সদস্য গোয়েন্দাদের হাতে ধার পড়ে। এর মধ্যে একটি চক্রের সদস্যরা ঢাকা ও আশপাশের জেলায় বাসযাত্রীদের চেতনানাশক মেশানো আচার বা খাবার খাইয়ে সর্বস্ব লুটে নিত। আর অন্য চক্রের কয়েকজন সদস্য প্রতিবছর হজযাত্রীদের পকেট লুটপাটের জন্য সৌদি আরবে লোক পাঠাত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.