পটিয়ায় নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন

0

সুজিত দত্ত,পটিয়া: পটিয়ার হুলাইন সালেহ নুর ডিগ্রী কলেজে ৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আইসিটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হাকিম, নুরুল আবসার, রূপেন দাশ, নেজাম উদ্দিন, আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, ফৌজুল কবির কুমার, দেলোয়ার হোসেন খোকা, উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, আজগর আলী বাহাদুর, জাহেদুল হক, অধ্যাপক আবু তাহের, সনজিত বড়ুয়া, কাঞ্চন মজুমদার, ত্রিদিপ দত্ত শিমুল, মঈনুল ইসলাম কাজল, তাজুল ইসলাম, আমজাদ হোসেন, মো. মোরশেদ, কোরবান আলী, ইকবালুর রহমান ওপেল, আবু তৈয়ব সোহেল, আমজাদ, কাইছার, ফাহিম প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বছরের প্রথম কার্যদিবসে বিনামূল্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিয়ে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষাখাতকে তথ্য প্রযুক্তির আওতায় এনে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম করছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরোও বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারই শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাখাত এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সুতারাং দেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে শিক্ষাবান্ধব সরকার শেখ হাসিনাকে বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.