আইসিএমএবির আন্তর্জাতিক সম্মেলন ২৩ সেপ্টেম্বর

0

সিটি নিউজ ডেস্ক :: সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (Sustainable Development Goals) বিষয়ে আগামি ২৩ সেপ্টেম্বর দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে পেশাদার হিসাববিদ তৈরীর প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্টে অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি)।

বুধবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ সেলিম।

মোহাম্মদ সেলিম বলেন, আগামি ২৩ সেপ্টেম্বর রাজধানীর প্যানপেসিফিক সোনারগাঁও হোটেলে এসডিজি বিষয়ক দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের মূল প্রতিপাদ্য বিয়ষ ‘Achieving Sustainable Development Goals (SDGs) – Challenges & Way Forward’। ওইদিন ৬টি টেকনিক্যাল সেশনে UNDP, GRI, IIRC এর প্রতিনিধিসহ ৪০ জন বিশেষজ্ঞ ১৮টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশগ্রহন করবেন। বাংলাদেশ এর আগে এসডিজি বিষয়ে এতো বৃহৎ পরিসরে কোন সম্মেলন হয়নি।

তিনি বলেন, সম্মেলনে বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসা শিক্ষা ও সুপারিশগুলোকে দেশের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করা হবে। এলক্ষ্যে সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়েসহ ব্যবসায়িদের বিভিন্ন সংগঠনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ প্রণীত এসডিজি লক্ষমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। যার ফলশ্রুতিতে দেশটি মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ১৭টি লক্ষমাত্রা নির্ধারণপূর্বক টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা হাতে নিয়েছে। যা ২০৩০ সালের মধ্যেই অর্জন করতে প্রতিটি দেশ প্রতিশ্রুতিবদ্ধ। এলক্ষ্যে বাংলাদেশ দারিদ্র, ক্ষুধা, সু-স্বাস্থ্য, গুনগত শিক্ষা, বৈশ্বিক উষ্ণতা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি, নগরায়ন, পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়কে অন্তর্ভুক্ত করে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হতে চায়।

পেশাদার হিসাববিদগণ এসডিজির লক্ষ্য বাস্তবায়নে সরাসরি মুখ্য ভুমিকা পালন করছে বলে জানান মোহাম্মদ সেলিম। এরই ধারাবাহিকতায় আইসিএমএবি এসডিজি বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রাইভেট, পাবলিক, মাল্টিন্যাশনাল, শিক্ষা, এনজিও, দাতাসংস্থা, বৈদেশিক দূতাবাস সমূহের প্রায় ৪শত উচ্চপদস্থ কর্মকর্তাগণ অংশ গ্রহন করবেন।

সংবাদ সম্মেলনে আইসিএমইবির নির্বাহি পরিচালক মো: মাহবুব উল আলম ও পরিচালক নাজমুস সালেহীন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.